ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জোড়া মোনালিসা!

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৭, ফেব্রুয়ারি ২৩, ২০১২
জোড়া মোনালিসা!

ঢাকা: অমর চিত্রশিল্পী লিওনার্দো দ্যা ভিঞ্চির ছবি মোনালিসা দেখেননি এমন মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া দুষ্কর। সেই ভিঞ্চির সময় থেকেই আজও পর্যন্ত মোনালিসার রহস্যময় মিষ্টি হাসির প্রেমে মজেছে শিল্প রসিক হাজারো মানুষ।



কিন্তু কতজন জানেন ভিঞ্চির মোনালিসার একটি যমজ ছবিও আছে, যা কিনা আঁকা হয়েছে তার সময়েই।

যারা বিষয়টি জানেন না তাদের জন্যই এবার মোনালিসার সেই কার্বন কপি ছবিটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদে।

আশ্চর্যের বিষয় হলো, ছবিটি প্রায় শতাধিক বছর ধরে গোপন ছিল মাদ্রিদের প্রাডো আর্ট মিউজিয়ামে। ধারণা করা হয় ছবিটি শুধু ভিঞ্চির সময়েই নয় আঁকা হয়েছিলো একই স্টুডিওতেও। তবে হুবহু দেখতে মোন‍ালিসার এই কার্বন কপি ছবিটির শিল্পী কে তা নিয়ে রয়েছে মতপার্থক্য।

বিশেষজ্ঞদের ধারণা, রেনাসা যুগেরই কোনও শিক্ষাণবীশ শিল্পী ভিঞ্চির মোনালিসা ছবিটি দেখে দেখে এই অসাধারণ কার্বন কপিটি এঁকেছিল। তাই সুযোগ থাকলে আপনিও দেখে আসতে পারেন এই অসাধারণ চিত্রকর্মটি।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।