ঢাকা: অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রুড বুধবার পদত্যাগ করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের সমর্থন ছাড়া তার দায়িত্ব পালন করা সম্ভব নয়।
ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সরাসরি ওই অনুষ্ঠানটি অস্ট্রেলিয়ায় সম্প্রচার করা হয়।
ধারণা করা হচ্ছে, গিলার্ডের নেতৃত্ব চ্যালেঞ্জ করার জন্য তিনি পদত্যাগ করেছেন।
বর্তমানে তিনি ওয়াশিংটন সফররত আছেন।
রুড বলেন, চলতি সপ্তাহে তিনি অস্ট্রেলিয়ায় ফিরবেন এবং সোমবার পার্লামেন্ট পুনরায় শুরুর আগে তার ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে বিবৃতি দেবেন।
বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২