ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইতালীর ডুবে যাওয়া প্রমোদতরী থেকে আরও আট মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, ফেব্রুয়ারি ২৩, ২০১২
ইতালীর ডুবে যাওয়া প্রমোদতরী থেকে আরও আট মৃতদেহ উদ্ধার

রোম: গত ১৩ জানুয়ারি একটি ইতালীয় দ্বীপের উপকূলে ডুবে যাওয়া প্রমোদতরী কোসতা কনকর্দিয়ার ভেতরে আরও আটটি মৃতদেহ  খুঁজে পেয়েছে উদ্ধারকারীরা। ডুবো পাথরে ধাক্কা খেয়ে ডুবে যাওয়া জাহাজটির চতুর্থ ব্রিজ থেকে এই মৃতদেহগুলো সনাক্ত করে তারা।

মৃতদেহগুলোর মধ্যে জাহাজের নিখোঁজ আরোহী পাঁচ বছর বয়সী একটি মেয়েও রয়েছে।

ইতালির ইতিহাসের চাঞ্চল্যকর এই জাহাজডুবির ঘটনায় প্রায় ৩২ জন মারা গেছেন বলে কর্তৃপক্ষ ধারণা করছেন। এর আগে ডুবে যাওয়া জাহাজটি থেকে ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীরা নিঁখোজ বাকি ৭ আরোহীর ব্যাপারে এখনও তদন্ত চালাচ্ছেন।
 
কোসতা কনকর্দিয়ার ক্যাপ্টেন ফ্রানসেসকো শেতিনোকে ইতালিয়ান পুলিশ জাহাজডুবির পর গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মানবহত্যা এবং কতর্ব্যে গাফলতির অভিযোগ আনা হয়েছে। তবে তিনি সকল অভিযোগ প্রত্যাখান করে নিজেকে নির্দোষ দাবি করেন। তার সঙ্গে একই অভিযোগে জাহাজটির ফার্স্ট অফিসারকেও গ্রেফতার করা হয়েছে।

ইতালির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, সবগুলো মৃতদেহকে বুধবার খুঁজে পাওয়া যায়।

কর্তৃপক্ষ অল্প সময়ের মধ্যেই খুঁজে পাওয়া মৃতদেহগুলোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন।

সবগুলো মৃতদেহই জাহাজটির ‘ব্রিজ ৪’ নামের অংশ থেকে সনাক্ত করা হয়।   প্রতিকূল আবহাওয়ার কারণে সবগুলো মৃতদেহকে এখনও  উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ।

মৃতদেহগুলোর মধ্যে ডায়ান আরলোত্তি নামের ৫ বছরের একটি মেয়েও রয়েছে। জাহাজ ডুবে যাওয়ার সময় মেয়েটি তার বাবা উইলিয়ামের সঙ্গে ছিলো। দুর্ঘটনার পর থেকে তার বাবাকেও খুঁজে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।