পেনশনের টাকা দিতে চাইছিলেন না পোস্ট অফিসের কর্মীরা। তাই পেনশনভোগীর মরদেহ চেয়ারে বসিয়ে সেখানে হাজির হলেন দুই যুবক।
জানা গেছে, ৬৬ বছর বয়সী ওই মৃত ব্যক্তির নাম পিডার ডয়েল। তিনি পেনশন পেতেন। পুলিশ জানিয়েছে- পিডারের পেনশনের টাকা হাতানোর পরিকল্পনায় দুই যুবক পিডারের মরদেহ নিয়ে এসেছিলেন, তারা তার পূর্ব পরিচিত।
পুলিশ আরও জানিয়েছে, প্রথমে পিডারের আত্মীয় পরিচয় দিয়ে পোস্ট অফিসে টাকা আনতে গিয়েছিলেন ওই দুই যুবক। কিন্তু পোস্ট অফিসের কর্মীদের সন্দেহ হওয়ায় তারা পিডারকে পোস্ট অফিসে নিয়ে আসতে বলেন। এরপরই তারা পিডারের মরদেহ হুইলচেয়ারে বসিয়ে তাকে ভাল করে পোশাক, টুপি পরিয়ে পোস্ট অফিসে হাজির হন। প্রথমেই বোঝা সম্ভবই হয়নি যে ওটা পিডারের মরদেহ। পিডারকে দেখিয়ে ফের তারা টাকা দাবি করেন।
এসময় পোস্ট অফিসেরই এক কর্মী লক্ষ্য করেন, চেয়ারে বসে থাকা পিডার নড়াচড়া করছেন না। এমনকি তার চোখও ছিল স্থির। বিষয়টি নজরে আসতেই পোস্ট অফিস থেকে পুলিশে ফোন করা হয়। পোস্ট অফিসের কর্মীরা বিষয়টি আন্দাজ করতে পেরেছেন, এটা আঁচ করতে পেরেই পিডারের মরদেহ ফেলে চম্পট দেন দুই যুবক।
পুলিশ এসে পিডারের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দু’দিন আগেই মৃত্যু হয়েছে পিডারের।
সূত্র: ডেইলি মেইল
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
আরএ