ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কাশ্মীরে তুষার ধসে ৯ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, ফেব্রুয়ারি ২৩, ২০১২
কাশ্মীরে তুষার ধসে ৯ ভারতীয় সেনা নিহত

শ্রীনগর: ভূ-স্বর্গ খ্যাত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তুষার ধসে চাপা পড়ে নয় জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।

কাশ্মীরের সোনমার্গ ও দাভার এলাকায় বুধবার সন্ধ্যায় দুই পৃথক তুষার ধসে তারা নিহত হন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।



আরো অন্তত দশ সেনা তুষারের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করছে তারা।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দাভারে এক সেনা চৌকির ওপর হিম প্রবাহ নেমে এলে ঘটনাস্থলেই ছয় সেনা তুষার চাপায় প্রাণ হারান। অপর এক তুষার ধসে সোনমার্গে নিহত হন তিন সেনা।

এছাড়াও জম্মু-কাশ্মীরের অনেক সেনা চৌকি তুষারের নীচে চাপা পড়েছেন। আক্রান্তদের উদ্ধারে অভিযানও শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্গত এলাকায় হেলিকপ্টার চলাচল করতে না পারায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

তুষার ধসের কারণে আরো বিপর্যয়ের আশঙ্কাও করছে তারা।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।