ইসলামাবাদ: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার একটি বাস স্টপেজে সংঘটিত এই বিস্ফোরণে কয়েক ডজন মানুষ আহত হয়েছে।
কর্তৃপক্ষের ধারণা, গাড়িতে পেতে রাখা বোমার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে হামলাটি আত্মঘাতী কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি তারা।
নিরাপত্তা বাহিনীর বোমা বিশেষজ্ঞ শাফকাত মালিক জানিয়েছেন, প্রায় ৪৫ কিলোগ্রাম ওজনের বিস্ফোরক এবং মর্টারের গোলা বোঝাই একটি গাড়ি বাস স্টপেজটিতে বিস্ফোরিত হয়। এসময় যাত্রী বোঝাই অনেক বাস দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়ার অপেক্ষায় ছিলো। অনেক গাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।
পেশোয়ার পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনওয়া প্রদেশের রাজধানী। এই এলাকায় পাকিস্তানি তালেবান জঙ্গিরা দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২