ঢাকা: একজন আফগান সেনা বৃহস্পতিবার ন্যাটো বাহিনীর দুই সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে। আফগানিস্তানে নিয়োজিত মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী বা ইসাফ এই হত্যার ঘটনা নিশ্চিত করেছে।
ইসাফ জানিয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে আফগান ন্যাশনাল আর্মির ইউনিফর্ম পরিহিত এক লোক ইসাফ বাহিনীর দিকে অস্ত্র তাক করে এলোপাতাড়ি গুলি করে। এতে দুই জন সদস্য নিহত হয়।
তবে এর বেশি কিছু জানায়নি ইসাফ।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পবিত্র কোরআন পোড়ানোর বিরুদ্ধে সহিংস প্রতিবাদের তৃতীয় দিন এই ঘটনা ঘটল। কোরআন পোড়ানোর বিরুদ্ধে প্রতিবাদে গত বুধবার আফগানিস্তানে পাঁচজন বেসামরিক নিহত হয়েছে।
এদিকে তালেবান কোরআন পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ‘অনুপ্রবেশকারীদের’ বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য আফগান জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবারের এই ঘটনা কোরআন পোড়ানোর ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না এ ব্যাপারে জানতে চাইলে ইসাফের মুখপাত্র শুধু বলেছেন, ‘ওই প্রদেশে সে সময় বিক্ষোভ চলছিল। ’
একজন বিক্ষোভকারী আফগান ইসলামিক প্রেস বার্তাসংস্থাকে জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের একটি বিদেশি সামরিক ঘাঁটির নিরাপত্তার কাজে নিয়োজিত আফগান সেনারা ওই বিক্ষোভে যোগ দেয় এবং বিদেশি সেনাদের ওপর গুলি চালায়। ’
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২