ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চেন্নাইয়ে ব্যাংক ডাকাতি: ক্রসফায়ারে ৫ সন্দেহভাজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, ফেব্রুয়ারি ২৩, ২০১২
চেন্নাইয়ে ব্যাংক ডাকাতি: ক্রসফায়ারে ৫ সন্দেহভাজন নিহত

ঢাকা: চলতি বছরের শুরুতে ভারতের চেন্নাইয়ে দু’টি ব্যাংকে ডাকাতির ঘটনাv জেরে বৃহস্পতিবার সকালে পুলিশের সঙ্গে ক্রসফায়ারে পাঁচ সন্দেহভাজন নিহত হয়েছে।

এ ব্যাপারে চেন্নাই পুলিশ কমিশনার জেকে ত্রিপাটি বলেছেন, ক্রসফায়ারে যে পাঁচ জন নিহত হয়েছে তারা সবাই ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত।

গ্যাংটি ধরার জন্য প্রায় ৩০টি টিম গঠন করা হয়েছিল।

তিনি আরো জানান, জনবহুল এলাকা ভালাচেরিতে রাত ১টার দিকে পুলিশের একটি দল একটি বাড়ি ঘিরে ফেলে এবং তাদের বেরিয়ে আসতে বলে। কিন্তু তারা নির্দেশ অমান্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশ আত্মরক্ষার জন্য গুলি ছুঁড়লে ডাকাতদের পাঁচ জন এবং পুলিশের দুই জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ডাকাতদের পাঁচ জনকে মৃত ঘোষণা করে।

এদিকে ক্রসফায়ার এবং সন্দেভাজনদের হত্যার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংস্থা। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ডাকাতরা প্রথমে গুলি করে এবং পুলিশ আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছুঁড়লে ডাকাতরা নিহত হয়।

চেন্নাই পুলিশের বক্তব্য অনুযায়ী, চলতি বছরের শুরুতে ডাকাতরা অস্ত্রের মুখে দুইটি ব্যাংকে ডাকাতি করে। এখন পর্যন্ত ১৪ লাখ রুপি উদ্ধার করা গেছে বলে পুলিশ জানিয়েছে। ডাকাতদের কাছ থেকে অস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২০১২ সালে ২৩ জানুয়ারি প্রথমে ব্যাংক অব বারোদার পেরুনগোদি শাখা থেকে অস্ত্রের মুখে চার জন ডাকাত প্রায় ১৯ লাখ টাকা নিয়ে যায়।

এর পরেই ২০ ফেব্রুয়ারি একই ঘটনা ঘটে ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের কিলকাত্তালাই শাখায়। এই শাখায় চারজন ডাকাত অস্ত্রের মুখে ১৪ লাখ রুপি ছিনিয়ে নিয়ে যায়।

ব্যাংক দু’টির একটিতে কোনো সিসি ক্যামেরা না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অপর একটি ব্যাংকের সিসিটিভি থেকে একটি ফুটেজ নেওয়া হয়েছে।

গত বুধবার চেন্নাই পুলিশ ওই ভিডিও ফুটেজ প্রকাশ করে এবং তাদের ধরিয়ে দেওয়ার জন্য এক লাখ রুপি পুরস্কার ঘোষণা করে।

নিহত পাঁচ ডাকাতের চার জন বিহার এবং একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।