ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ, ৭ মেরিন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, ফেব্রুয়ারি ২৩, ২০১২
যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ, ৭ মেরিন নিহত

ঢাকা: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে দু’টি সামরিক প্রশিক্ষণ হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে সাত মেরিন সেনা নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গত বুধবার।

বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছে মার্কিন মেরিন।

মেরিন জানিয়েছে, AH-1W ‘Cobra’ এবং UH-1Y ‘Huey’ হেলিকপ্টার দু’টিতে করে নিয়মিত প্রশিক্ষণ চলার সময় আকাশে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষটি হয়েছে গত বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে ইয়ুমা ট্রেনিং রেঞ্জের মধ্যে।

ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে মার্কিন মেরিন কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।