ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষমা চাইলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৬, ফেব্রুয়ারি ২৩, ২০১২
কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষমা চাইলেন ওবামা

ঢাকা: আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটিতে কোরআন পোড়ানোর ঘটনায় আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বৃহস্পতিবার হোয়াইট হাউজ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবর জানানো হয়েছে।



এ ব্যাপারে ওবামা কারজাইকে বলেছেন, কোরআন পোড়ানোর এই ঘটনা যা আফগানিস্তানজুড়ে মার্কিন বিরোধী প্রতিবাদের ঝড় বইয়ে দিয়েছে তা ইচ্ছাকৃত ছিল না।

হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে ক্ষমা চেয়ে লেখা চিঠিটি আফগানিস্তানে মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকারের মাধ্যমে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে হোয়াইট হাউজের মুখপাত্র টমি ভিয়েটর বলেছেন, ‘চিঠিতে প্রেসিডেন্ট ওয়াশিংটন ও কাবুলের মধ্যে দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে কোরআন পোড়ানোর ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। বাগরাম বিমান ঘাঁটিতে পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটনা অনিচ্ছাকৃত বলে উল্লেখ করেছেন তিনি। ’

এদিকে এ ঘটনায় আফগানিস্তানে বিদেশি সামরিক ঘাঁটি ও পশ্চিমাদের ওপর হামলার জন্য আফগান জনগণের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান।

কোরআন পোড়ানোর বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বিক্ষোভ প্রতিবাদে এ পর্যন্ত ছয় জন বেসামরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সর্বশেষ একই ঘটনার জেরে বৃহস্পতিবার এক আফগান সেনার গুলিতে ন্যাটোর দুই সেনা নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।