ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নিউট্রিনো পরীক্ষণে ভুল ছিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, ফেব্রুয়ারি ২৩, ২০১২
নিউট্রিনো পরীক্ষণে ভুল ছিল

ঢাকা: গত বছর CERN ল্যাবরেটরির একটি পরীক্ষায় দাবি করা হয়েছিল,অতি পরামাণবিক কণা নিউট্রিনোর গতি আলোর গতির চেয়ে বেশি। কিন্তু এখন সেই পরীক্ষণের নির্ভুলতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

তারের দুর্বল সংযোগ এবং সময় পরিমাপে ভুল ছিল বলে ধারণা করছেন অনেকে। একারণে আগামী মে তে আবারো পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে CERN।

সুইজারল্যান্ডের জেনেভার কাছে অবস্থিত CERN ল্যাবরেটরির সেই OPERA নামের পরীক্ষণে প্রাথমিকভাবে যে ফল পাওয়া গিয়েছিল তা আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের মূল স্বীকার্যটির সঙ্গে সাংঘর্ষিক হয়।

১৯০৫ সালে প্রকাশিত আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের প্রধান স্বীকার্য হলো- মহাবিশ্বে আলোর গতিই পরম। কোনো বস্তুই এর চেয়ে বেশি গতিতে ভ্রমণ করতে পারে না।

কিন্তু গত বছর CERN দাবি করে, অতি পারমাণবিক কণা নিউট্রিনো আলোর গতির ভগ্নাংশ গুণ হলেও বেশি গতিতে চলে।
এখন তারা বলছে, ওই পরীক্ষণে কিছু ত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত, সময় পরিমাপ এবং দ্বিতীয়ত, ঘড়ির সঙ্গে যুক্ত ফাইবার অপটিকস ক্যাবলের দুর্বল সংযোগ।

উল্লেখ্য, আলোর চেয়ে দ্রুত গতির কণার সন্ধান পাওয়ার পরীক্ষণটি পরিচালনা করা হয় CERN থেকে ১৫ হাজার নিউট্রিনো রশ্মি একাধারে তিন বছর যাবত রোমের কাছে ভূগর্ভস্থ গ্রান সাসো ল্যাবরেটরিতে পাঠানোর মাধ্যমে। দুই বার পরীক্ষা চালানোর পরও বিজ্ঞানীরা একই ফলাফল পান।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।