ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মুক্তিযুদ্ধকালীন ভারতে আটক পাকিস্তানির মুক্তি চান পুত্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, ফেব্রুয়ারি ২৪, ২০১২
মুক্তিযুদ্ধকালীন ভারতে আটক পাকিস্তানির মুক্তি চান পুত্র

ইসলামাবাদ: ভারতীয় বন্দিশালায় ৪০ বছরেরও বেশি সময় ধরে আটক ৮০ বছর বয়সী এক পাকিস্তানি নাগরিকের পুত্র তার পিতাকে মুক্তি দেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের খাইবার পাখতুনাওয়া প্রদেশের অধিবাসি ওই পাকিস্তানির পিতা ১৯৭১ সাল থেকে ভারতের একটি কারাগারে আটক রয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের একটি পত্রিকা।



খাইবার পাখতুনাওয়ার বাতখেলা শহরের বাসিন্দা গুল রেহমান বলেন, তার পিতা আব্দুল জলিলের বয়স বর্তমানে ৮০ বছরেরও বেশি। ১৯৭১ সালের আগে তার পিতা ও চাচা গোলাম সারওয়ার তৎকালীন পাকিস্তানের পূর্ব অংশ বর্তমান স্বাধীন বাংলাদেশে জীবিকার খোঁজে যান। এর মধ্যেই শুরু হয় বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ।

যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর তাদের আর কোনও খোঁজ পায়নি তাদের পরিবার। পরবর্তীতে পাকিস্তানের ডন পত্রিকার মাধ্যমে তারা জানতে পারেন ওই দুই ভাই ভারতের একটি কারাগারে ৪০ বছরেরও বেশি সময় ধরে আটক আছেন।
 
পিতা জীবিত আছেন জানতে পেরে তাকে ফিরে পাওয়ার আশায় বুক বাঁধেন গুল রেহমান। আব্দুল জলিলের বয়স বিবেচনা করে তাকে মুক্তি দেওয়ার জন্য গুল রেহমান ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আব্দুল জলিলের অশীতিপর বৃদ্ধা মাতা বিবি হাওয়া ৪ দশকেরও বেশি সময় ধরে তার ছেলেদের ফিরে আসার প্রতীক্ষায়। তার জীবনের শেষ ইচ্ছা ছেলেদের একবার দেখতে পাওয়া। এভাবেই দাদি বিবি হাওয়ার শেষ ইচ্ছার কথা জানান গুল রেহমান।

স্থানীয়রা জানান, জলিলের সঙ্গে বন্দি হওয়া অন্যরা বহুবছর আগেই জেল থেকে বেরিয়ে গেছেন। কিন্তু জলিলের আর ছাড়া পাওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।