ইসলামাবাদ : পাকিস্তানে বন্দুকধারীরা একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে কমপক্ষে তিন পুলিশ অফিসারকে হত্যা করেছে। এ সময় আরো ৭ জন আহত হন বলে জানায় কর্তৃপক্ষ।
কমপক্ষে পাঁচ জন বন্দুকধারী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের পুলিশ স্টেশনে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
হামলাকারীদের বিরুদ্ধে এ সময় পুলিশ সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে উভয়পক্ষে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় তিন হামলাকারীও নিহত হন বলে জানায় সংবাদমাধ্যম। তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।
স্বয়ংক্রিয় রাইফেল ও বোমা সজ্জিত হয়ে বন্দুকধারীরা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পুলিশ স্টেশনটিতে শুক্রবার সকালের দিকে হানা দেয় বলে জানায় কর্তৃপক্ষ।
হামলার সময় বন্দুকধারীদের কেউ কেউ নিজেদের বোমায় উড়িয়ে দেয় বলেও জানায় সংবাদমাধ্যম। হামলার দায়দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি।
পাকিস্তানের সংঘাত পীড়িত পার্বত্য এলাকার কাছাকাছি অবস্থিত পেশোয়ার শহরটিতে গত কয়েক বছরে বেশকিছু হামলা সংঘটিত হয়েছে।
বৃহস্পতিবারই নগরীর একটি বাসস্টপেজে বোমা বিস্ফোরণের ঘটনায় ১২ জন নিহত ও ৩০ জন আহত হন।
পাকিস্তানের উপজাতীয় এলাকায় সামরিক বাহিনী তালেবানবিরোধী অভিযান শুরু করার পর থেকেই পাকিস্তানে এ ধরনের হামলার ঘটনা ইদানিং বেড়ে গেছে।
বাংলাদেশ সময় : ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২