ঢাকা: একটি ইসলামি দলকে সন্ত্রাসী চিহ্নিত করে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ করার সিদ্ধান্ত উপেক্ষা করল ইন্দোনেশিয়া।
বালি হামলাসহ ইন্দোনেশিয়াতে একাধিক সন্ত্রাসী হামলার জন্য দায়ী বলে যুক্তরাষ্ট্রের কাছে বিবেচিত আবু বকর বশিরের জেমাহ আনশরুত তাওহিদ (জেএটি) দলটিকে গত বৃহস্পতিবার বিদেশি সন্ত্রাসী গ্রুপ হিসেবে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন।
কিন্তু এর একদিন পরই শুক্রবার ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে, তারা এই ইসলামি দলকে নিষিদ্ধ ঘোষণা করবে না।
এদিকে ওই দলটিকে নিষিদ্ধ করার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন দলটির মুখপাত্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দাবি, গত সেপ্টেম্বরে জাভা দ্বীপে গির্জায় হামলা, ইন্দোনেশিয়ার পুলিশদের লক্ষ্য করে হামলা এবং একাধিক ব্যাংক ডাকাতির সঙ্গে এই গ্রুপটি জড়িত। তারা অস্ত্র ও গোলা বারুদ কেনার উদ্দেশ্যেই এভাবে অর্থ সংগ্রহ করছে।
কিন্তু এর প্রতিক্রিয়ায় ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র সৌদ উসমান নাসুশন বলেছেন, ‘এমন একটা বিবৃতি দেওয়ার অধিকার যুক্তরাষ্ট্রের রয়েছে। কিন্তু দেশের আইন ভঙ্গ না করা পর্যন্ত দলটি তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি পাবে। ’
তিনি আরো বলেন, ‘আমরা তাদের কর্মকাণ্ডের ওপর নজর রাখছি। আর গির্জায় বোমা হামলার ঘটনার তদন্ত পুলিশ এখনো শেষ করেনি। ’
ঘটনা তদন্তাধীন থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বা ইউএস ট্রেজারি ইতোমধ্যেই জেএটি’র তিনজন শীর্ষ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক বা ব্যবসায়ী তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবে না।
এই তিন নেতা হলেন- জেএটি’র ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ আকোয়ান, দলের মুখপাত্র হাদি বিন মুহাজির এবং তহবিল সংগ্রাহক আবদুল রশিদ রিধো বশির।
মুখপাত্র হাদি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা একেবারে হাস্যকর আর প্রতিক্রিয়া জানানোরও অযোগ্য। এই সিদ্ধান্ত আমেরিকানদের বোকামিরই প্রমাণ কারণ আদালতে এমন কোনো তথ্য-প্রমাণ নেই যে আমরা দোষী। ’
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন লক্ষ্য খুঁজছে এবং তারা ইন্দোনেশিয়া পর্যন্ত তাদের একাধিপত্য বিস্তার করতে চায় বলে মন্তব্য করেছেন হাদি।
উল্লেখ্য, জেএটি দলটি ২০০৮ সালে প্রতিষ্ঠা করেন আবু বকর। বর্তমানে তার বয়স ৭৩ বছর। সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সংগ্রহের অভিযোগে গত বছর তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তবে গত অক্টোবরে যথেষ্ট তথ্য-প্রমাণের অভাব এবং বার্ধক্যের কারণে আবেদনের প্রেক্ষিতে জাকার্তা উচ্চআদালত তার কারাদণ্ড ১৫ বছর থেকে কমিয়ে ৯ বছর করেছেন।
ইন্দোনেশিয়ায় এটি একটি বৈধ রাজনৈতিক দল।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২