ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জুলিয়া গিলার্ডকে কেভিন রাডের চ্যালেঞ্জ

আন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, ফেব্রুয়ারি ২৪, ২০১২
জুলিয়া গিলার্ডকে কেভিন রাডের চ্যালেঞ্জ

ঢাকা:  অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দলের নতুন নেতৃত্ব নির্বাচনে বর্তমান দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কেভিন রাড।

সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড শুক্রবার এই ঘোষণা দিয়ে বলেন, নির্বাচনে নিজের উত্তরসূরী জুলিয়া গিলার্ডকে চ্যালেঞ্জ করবেন তিনি।

গিলার্ড ভোটারদের আস্থা হারিয়েছেন এবং আগামী নির্বাচনে তার ধস নামবে বলে মন্তব্য করেন তিনি।

চলতি সপ্তাহে ওয়াশিংটনে থাকা অবস্থায়ই অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন কেভিন রাড। এর পরই প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড লেবার পার্টির নেতা নির্ধারণের জন্য আগামী সোমবার নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। এর একদিন পরেই অস্ট্রেলিয়া পৌঁছেন রাড।

নির্বাচনে লড়ার ঘোষণা দিয়ে রাড বলেন, ‘আমরা যদি নিজেদের প্রতি সৎ থাকি তাহলে আগামী নির্বাচনে আমরাই জিতব। জুলিয়া অস্ট্রেলীয় জনগণের আস্থা হারিয়েছেন আর আগামী সোমবার থেকেই আমি আস্থা ফেরানোর কাজে লেগে পড়ব। ’

তিনি বলেন, ‘ঠিক এ কারণেই আমি অস্ট্রেলিয়ার লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ’

অবশ্য অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে, সাধারণ ভোটারদের মধ্যে রাডের জনপ্রিয়তা থাকলেও পার্টির নেতৃত্ব নির্ধারণ নির্বাচনে হেরে যাবেন তিনি।

লেবার পার্টির ১০৩ সদস্যের সাংগঠনিক কমিটির মধ্যে থেকে কমপক্ষে ২০ জন মন্ত্রী ইতোমধ্যে প্রধানমন্ত্রী গিলার্ডের পক্ষে অবস্থান নিয়েছেন। দলের অভ্যন্তরে কোন্দল সৃষ্টির জন্য তারা কেভিন রাডের দিকেই ইঙ্গিত করছেন।

তবে রাড ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত তার শাসনামলের বিভিন্ন অর্জনের প্রতি দেশবাসীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। যদিও কিছু ভুল পদেক্ষেপের খেসারত স্বরূপ জুলিয়া গিলার্ডের কাছে পরাজিত হতে হয় তাকে।

তবে এসব কিছু সত্ত্বেও ২০১৩ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনেও গিলার্ডের বিরুদ্ধে লড়তে চান কেভিন রাড।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।