ঢাকা: বলিভিয়ার রাজধানী লা পাজে গত বৃহস্পতিবার বাৎসরিক ভাতার দাবিতে মিছিল করার সময় প্রতিবন্ধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
একটি ক্যারাভানে করে শিশুসহ ৫০ জন প্রতিবন্ধীর একটি দল একশ’ দিনের প্রতিবাদ যাত্রা শেষে গত বৃহস্পতিবার রাজধানী লা পাজে পৌঁছে।
সরকারি ভাতার দাবি নিয়ে মিছিল করে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে তারা দাঙ্গা পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
কমপক্ষে চার জনকে আটক করা হয়েছে এবং বিক্ষোভকারীরা পুলিশের শিল্ডে আঘাত করতে গেলে একটি পুলিশ ভ্যানের উইন্ডশিল্ড ভেঙে যায়।
প্রতিবন্ধীদের এই গ্রুপটি এভো মোরালেসের সরকারের কাছে তাদের জন্য জনপ্রতি বাৎসরিক কমপক্ষে ৩ হাজার বলিভিয়ানোস বা ৪৩০ মার্কিন ডলার ভাতা দাবি করে আসছে।
তবে এই প্রতিবাদের ব্যাপারে সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে। উপমন্ত্রী হ্যাভিয়ের বলদিভিয়েসো বলেছেন, ‘এই প্রতিবাদ ছিল অপ্রয়োজনীয়। সরকার তাদের জন্য এক হাজার বলিভিয়ানোস করে অতিরিক্ত ভাতা (বোনাস) দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। ’
এছাড়াও প্রতিববন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা এবং সরকারি খাতে তাদের চাকরি ও রাষ্ট্রীয় ভাতার দেওয়ার ব্যাপারে একটা খসড়া নীতিমালা প্রণয়নের ব্যাপারেও সরকার সম্মত হয়েছে বলে জানান তিনি।
এভো মোরালেস ২০০৭ সালে বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। দেশটিতে আদিবাসীদের মধ্যে তিনিই প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২