ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে কোরআন পোড়ানোর ঘটনায় আবারো নিহত ৮

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, ফেব্রুয়ারি ২৪, ২০১২
আফগানিস্তানে কোরআন পোড়ানোর ঘটনায় আবারো নিহত ৮

ঢাকা: আফগানিস্তানে একটি মার্কিন বিমানঘাঁটিতে কোরআন পোড়ানোর ঘটনায় চলমান বিক্ষোভ প্রতিবাদের চতুর্থ দিন শুক্রবার সংঘর্ষে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে।

এর মধ্যে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ হেরাতেই নিহত হয়েছে ৭ জন।

বাগলান প্রদেশে পুল-ই-খুমরি জেলায় একটি সরকারি অবকাঠামো অফিসে বিক্ষোভকারীরা হামলা চালালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বাকি এক জন নিহত হয়।

দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার বিক্ষোভকারীরা হেরাতের মার্কিন কনস্যুলেট অফিসে হামলার চেষ্টা করে। এসময় তারা বেশ কয়েকটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় তাদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর বেশ ক’জন অফিসারসহ সাধারণ মানুষ আহত হয়।
 
গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে দেশটিতে এ নিয়ে মোট ২০ জন নিহত হলো। এরমধ্যে দু’জন ন্যাটো সেনাও রয়েছে।
 
উল্লেখ্য, আফগানিস্তানের মার্কিন বিমানঘাঁটিতে মার্কিন সেনাদের কোরআন পোড়ানোর ঘটনায় গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে চিঠি দিয়ে ক্ষমা  চেয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।