ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ডাচ রাজপুত্র কোমায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, ফেব্রুয়ারি ২৪, ২০১২
ডাচ রাজপুত্র কোমায়

 

ঢাকা: গত সপ্তাহে তুষাড়ধ্বসে মারাত্মক আহত ডাচ রাজপুত্র জোহান ফ্রিসো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন। তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রিয়ার চিকিৎসকরা।

গত সপ্তাহে জোহান ফ্রিসো অস্ট্রিয়ান রিসোর্ট লিকে ছুটির দিনে স্কি করতে গিয়ে তুষার ধ্বসে আহত হন। দুর্ঘটনার প্রায় ১৫ মিনিট পর তাকে বরফের নিচ থেকে উদ্ধার করে ভিয়েনার ইনসবার্গের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

৪৩ বছর বয়সী জোহান নেদারল্যান্ডসের রাণী বিট্রিক্সের দ্বিতীয় সন্তান। ২০০৪ সালে সরকারের অনুমতি না নিয়ে বিয়ে করায় তিনি রাজপরিবার থেকে আলাদা ছিলেন।

ইতোমধ্যে তাকে দেখতে তার স্ত্রী মেবেল, রাণী বিট্রিক্স ও তার দুই ভাই উইলিয়াম ও কনস্টানটিজিন ভিয়েনা পৌঁছেছেন।

পুলিশ দুর্ঘটনার সময় জোহানের সঙ্গে থাকা তার এক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।