ঢাকা: সরকারি বাহিনীর হামলায় আহতদের সড়িয়ে নিতে সিরিয়ার হমস শহরের কাছাকাছি পৌঁছেছে আন্তর্জাতিক রেড ক্রস সদস্যরা। তারা এ ব্যপারে কর্তৃপক্ষের সাথে আলোচনা শুরু করেছে বলে জানা গেছে।
শুক্রবার আন্তর্জাতিক রেড ক্রস ও সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট সদস্যরা হমসের বাবা আমের শহরতলীতে পৌঁছে। হমসে বেশ কয়েকজন আহত সাংবাদিক ছাড়াও অনেক আহত লোক রয়েছে।
শুক্রবার তিউনিসিয়ার রাজধানী তিউনিসে সিরিয়ায় আহতদের জন্য সাহায্য পাঠানোর ব্যাপারে আরব লীগের সম্মেলনের পরপরই রেড ক্রস সদস্যরা হমসের কাছাকাছি পৌঁছালো।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২