ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এবার মার্কিন ড্রোন হামলায় সোমালিয়ায় নিহত চার আল শাবাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৯, ফেব্রুয়ারি ২৫, ২০১২
এবার মার্কিন ড্রোন হামলায় সোমালিয়ায় নিহত চার আল শাবাব

মোগাদিসু: সোমালিয়ায় মার্কিন ড্রোন হামলায় চার আল শাবাব যোদ্ধা নিহত হয়েছে। রাজধানী মোগাদিসুর ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ‘কে ৬০’  এলাকায় আল-শাবাবের একটি সামরিক কনভয়ের ওপর ড্রোন থেকে বোমা বর্ষণ করা হলে এই চার বিদ্রোহী যোদ্ধা নিহত হন বলে জানায় কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে আল শাবাবের সদস্য এক বিদেশি যোদ্ধাও থাকতে পারেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমালিয়ার প্রতিবেশী রাষ্ট্র জিবুতিতে অবস্থিত মার্কিন ঘাঁটি এই ড্রোন হামলা পরিচালনা করে।

সোমালিয়ার পশ্চিমা সমর্থিত অন্তবর্তীকালীন সরকারের কর্মকর্তারা জানান, দক্ষিণাঞ্চলীয় লোয়ার শাবেলে প্রদেশে এই ড্রোন হামলা চালানো হয়। প্রদেশটির অধিকাংশ এলাকা আল শাবাব নিয়ন্ত্রণ করে বলে জানায় সংবাদমাধ্যম।

ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। আল শাবাবের আন্তর্জাতিক সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়।

এদিকে হামলায় আল শাবাবের পক্ষে লড়াইরত একজন কেনিয়ার নাগরিক নিহত হন বলে জানায় কর্তৃপক্ষ তবে এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। এই কেনীয় নাগরিক আল শাবাবের একজন উল্লেখযোগ্য আন্তর্জাতিক যোদ্ধা ছিলেন।

সোমালিয়ার প্রতিবেশী দেশগুলো সাম্প্রতিক সময়ে আল শাবাবের ওপর এক যোগে হামলা চালানো শুরু করলে সংগঠনটি কিছুটা কোনঠাসা হয়ে পড়ে। তারপরও তারা সম্প্রতি সোমালিয়ায় মোতায়েন বিদেশি বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু হামলা পরিচালনা করে।

আল শাবাব এর আগে দাবি করে তাদের বাহিনীতে কয়েক শত বিদেশি যোদ্ধা আছে যাদের আফগানিস্তান ও ইরাকে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।