ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক কার্যক্রমে আইএইএ’র সন্দেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, ফেব্রুয়ারি ২৫, ২০১২
ইরানের পারমাণবিক কার্যক্রমে আইএইএ’র সন্দেহ

ভিয়েনা : জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা এক প্রতিবেদনে দাবি করেছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

তেহরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইরানবিরোধী পশ্চিমা দেশগুলোর অভিযোগকে এই প্রতিবেদন আরো জোরালো করবে বলে ধারণা করা হচ্ছে।



আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয় পরমাণু কর্মসূচির ব্যাপারে সংস্থার পর্যবেক্ষণের সঙ্গে ইরানের অবস্থানের উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

গত সপ্তাহে সংস্থার পরিদর্শকরা ইরান সফর করেন। এ সময় তারা কয়েকটি সামরিক স্থাপনা পরিদর্শন করতে চাইলেও ইরান অনুমতি দেয়নি।

ইরানের পারমাণবিক কর্মসূচির সামরিকীকরণের ব্যাপারে অনুসন্ধানের জন্যই পরিদর্শকদল এই স্থাপনাগুলো পরিদর্শন করতে চেয়েছিল। কয়েকটি পশ্চিমা দেশ অভিযোগ করে আসছে ইরান এই স্থাপনাগুলোতে গোপন পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে।

পরিদর্শকদলের ইরান ত্যাগের পর তাদের দেওয়া তথ্যের ওপর সংস্থা এই প্রতিবেদন প্রকাশ করে বলে জানায় সংবাদমাধ্যম।
 
ইরান নাতাঞ্জ শহরের কাছে অবস্থিত তাদের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনার পাশে কর্মকাণ্ড বাড়িয়েছে বলে আইএইএ তাদের প্রতিবেদনে উল্লেখ করে। এর পাশাপাশি ফারদোতে অবস্থিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাতেও ইরান তার কার্যক্রম বৃদ্ধি করেছে বলে প্রতিবেদনে বলা হয়।

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম পারমাণবিক শক্তি উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ইরান দাবি করছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের লক্ষ্য পারমাণবিক জ্বালানি উৎপাদন।

এই ইউরেনিয়ামকে আরো সমৃদ্ধ করলে তা দিয়ে পারমাণবিক বোমা বানানো সম্ভব। পশ্চিমাদের দাবি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের আড়ালে ইরানের আসল উদ্দেশ্য বোমা বানানো।

এদিকে আইএইএ’র প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে ভিন্নমত পোষণ করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন পশ্চিমারা ইরানের শাসনক্ষমতা পরিবর্তনের উদ্দেশ্যে এই সব প্রসঙ্গের অবতারণা করছে।

বাংলাদেশ সময় : ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।