ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, ফেব্রুয়ারি ২৫, ২০১২
ইয়েমেনের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ

ঢাকা: আরব গণজাগরনের ধারাবাহিকতায় ইয়েমেনে পরিবর্তনের এক নতুন মাইল ফলক স্থাপিত হলো। শনিবার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদ রাব্বু মনছুর হাদি।



রাজনৈতিক সংস্কারের দাবিতে গণবিক্ষোভের মুখে গত নভেম্বরে পদত্যাগের পর প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ’র স্থলাভিষিক্ত হলেন মনছুর। আগামী সোমবার মনছুরের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি।

ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন পার্লামেন্টে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে। শপথ শেষে নতুন প্রেসিডেন্ট দেশে ঐক্য, স্বাধীনতা এবং রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার অঙ্গীকার করেছেন।

শপথের পর তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভাষণে দেশে নিরাপত্তা ফিরিয়ে আনতে এবং আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ব্যাপারে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তিনি বলেছেন, এটা না করলে দেশে অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব।

উল্লেখ্য, ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চল আল কায়েদার নিয়ন্ত্রণে রয়েছে। গত কয়েক মাসের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার সুযোগে ওই এলাকাগুলোতে নিজেদের অবস্থান শক্ত করেছে আল কায়েদা।

এদিকে, যুক্তরাষ্ট্রে চিকিৎসা গ্রহণ শেষে শনিবার সকালে রাজধানী সানা পৌঁছেছেন সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। আগামী সোমবার প্রেসিডেন্ট প্রাসাদে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের কথা রয়েছে তার।

ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়া মূলত গত নভেম্বরের চুক্তিরই ধারাবাহিক পর্যায়। সব ধরনের অপরাধ থেকে দায়মুক্তির একটি বিতর্কিত চুক্তির আওতায় সে সময় সালেহ ক্ষমতা ছাড়তে রাজি হন।

গত মার্চ থেকে ইয়েমেনে রাজনৈতিক সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভে কয়েকশ’ মানুষ নিহত হয়। ১৯৭৮ সালে ক্ষমতা নেওয়ার পর এটিই ছিল সালেহর বিরুদ্ধে সবচে বড় ধারাবাহিক বিক্ষোভ।

ইয়েমেনে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় শুক্রবার এবং এ সময় সাবেক ভাইস প্রেসিডেন্ট মনছুর হাদিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।