ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, ফেব্রুয়ারি ২৫, ২০১২
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ২৬

ঢাকা: ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হাজরামাউত প্রদেশের মুকাল্লা শহরে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে।

শনিবারের এই হামলার খবর নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে এলিট রিপাবলিকান গার্ডও রয়েছে।

তবে হামলাটি আত্মঘাতী কিনা তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি।

ইয়েমেনের নতুন প্রেসিডেন্ট হিসেবে আবদ রাব্বু মনছুর হাদির শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরেই হামলাটি হলো।

দশ মাসের ধারাবাহিক বিক্ষোভের মুখে গত নভেম্বরে দায়মুক্তি শর্তে ক্ষমতা থেকে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ পদত্যাগ করেন। শনিবার তার স্থলাভিষিক্ত হলেন মনছুর। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করবেন সালেহ।

উল্লেখ্য, গত মঙ্গলবার ইয়েমেনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মনছুর।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।