ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুলিবর্ষণ, দুই ন্যাটো কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, ফেব্রুয়ারি ২৫, ২০১২
কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুলিবর্ষণ, দুই ন্যাটো কর্মকর্তা নিহত

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে গুলিবর্ষণে দুই পশ্চিমা নাগরিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিরপত্তা কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেছেন।



গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে মন্ত্রণালয়ের মূল ভবনে এবং নিহতরা ন্যাটোর উপদেষ্টা বলে জানা গেছে।
ঘটনার পর পরই মন্ত্রণালয় বন্ধ করে দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে একই দিন মার্কিন বিমান ঘাঁটিতে কোরআন পোড়ানোর ঘটনায় চলমান বিক্ষোভের পঞ্চম দিনে কুন্দুজ শহরে জাতিসংঘের একটি কার্যালয়ের একাংশে অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এসময় পুলিশের গুলিতে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সরওয়ার হোসাইনি নামে কুন্দুজ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভের একপর্যায়ে বিক্ষোভকারীরা জাতিসংঘ কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় বিক্ষোভকারীরা অফিসটির একাংশে এবং বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে।

অন্যদিকে দেশটির দক্ষিণাঞ্চলের শহর লোগারে একই বিক্ষোভে আরো ৩ জন নিহত হয়েছে। লাগমান প্রদেশে বিক্ষোভকারীরা প্রাদেশিক গভর্নরের বাড়িতেও হামলা হয়েছে বলে জানা গেছে। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে ২১ জন আহত হয়েছে।

এদিকে গত শুক্রবার আফগানিস্তানের ন্যাটো কমান্ডার জেন জন এ্যালেন কোরআন পোড়ানোর বিষয়ে যথাযত তদন্তের ও দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাস দিলেও বিক্ষোভকারীরা তা প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত দেশটিতে বমপক্ষে ২১ জন নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।