ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে সেনাবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
ইরানে সেনাবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩ ছবি: সংগৃহীত

ইরানের তেব্রিজ শহরে সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই পাইলটসহ এক বেসামরিক নাগরিক রয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ইরানের সেনাবাহিনী। খবর: আল জাজিরা

সেনা কর্মকর্তা রেজা ইউসেফি বলেন, এফ–ফাইভ মডেলের বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল। ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র বলেন, নিহত পাইলটরা হচ্ছেন সাদেগহ ফালাহি এবং আলীরেজা হানিফেহজাদ। বিমানটি সকাল ৮টার দিকে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় সেটি একটি স্কুলের পাশে আঘাত করে। করোনা বিধিনিষেধের কারণে সেখানে লোকজন ছিলেন না। তবে এ ঘটনায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন বেসামরিক নাগররিক মারা গেছেন। তিনি গাড়িতেই ছিলেন।

পাইলটদের প্রশংসা করে তিনি বলেন, পাইলটরা সত্যিই দক্ষ ছিলেন। যে কারণে বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।