ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস কানকে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করায় ক্ষোভ প্রকাশ করেছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আগামী ৯ মার্চ ক্যামব্রিজের ইউনিয়ন ডিবেটিং সোসাইটির একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কানকে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৩৬২ জন শিক্ষার্থী কানের আমন্ত্রণ ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে সংশ্লিষ্ট ডিবেটিং সোসাইটি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের মহিলা বিষয়ক কর্মকর্তা রুথ গ্রাহাম বলেছেন, কানকে এই বক্তৃতার জন্য সুযোগ দেওয়ার মানে হবে, যে নারী সাহসী হয়ে তার মত রাজনীতিবিদের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন তার ভয়ানক অভিজ্ঞতাকে অসম্মান করা।
উল্লেখ্য, গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের একটি হোটেলে এক হোটেল পরিচারিকাকে যৌন হয়রানির অভিযোগে স্ত্রন কানকে আটক করেছিল মার্কিন পুলিশ। এর জেরে তিনি আইএমএফ প্রধানের পদ ছাড়েন।
তবে কানকে আমন্ত্রণের বিষয়ে ডিবেটিং সোসাইটি প্রধান কেট লেম বলেছেন, সাধারণ মানুষের মধ্যে কানের গ্রহণযোগ্যতা এবং তাকে পুলিশি জিজ্ঞাসাবাদের ব্যপারে তারা অবহিত আছেন। তাকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সম্পূর্ণ ভিন্ন কারণে। কারণ তিনি মনে করছেন, কান যেমন ফ্রান্সে ব্যাপক পরিচিত তেমনি বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও তার ভালো ধারণা রয়েছে। আর ২০১০ সাল থেকেই তাকে এ বিষয়ে ডিবেটিং সোসাইটিতে একটি বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করে আসছিলেন তারা।
কেট লেম আরো বলেন, তিনি এখনো মনে করেন না কানকে ওই সভায় আমন্ত্রণ জানানো ভুল হয়েছে। আর এই মুহূর্তে ইউনিয়ন তার আমন্ত্রণ ফিরিয়েও নিতে পারে না। কারণ কানকে ফ্রান্স পুলিশ এ বিষয়ে জিজ্ঞাসাবাদ থেকে অব্যাহতি দিয়েছে।
কেট লেমের যুক্তি নিয়ে ছাত্রদের পরবর্তি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছর ১৫ মার্চ স্ট্রাউস কানের বিরুদ্ধে নিউয়র্কে এক হোটেল পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এছাড়া ২০০৩ সালে ত্রিসতানি বানন নামে এক ফরাসি লেখিকাকেও ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২