ঢাকা: আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া ৩৫ কোটি রুপি কর পরিশোধ না করলে কিংফিশারের বিরুদ্ধে আইনি পদেক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব এক্সাইজ অ্যান্ড কাস্টমস।
ভারতের শুল্ক বিভাগের চেয়ারম্যান এসকে গোয়েল শনিবার এ কথা জানিয়েছেন।
গোয়েলের তথ্য অনুযায়ী, বেসরকারি বিমান পরিবহন কোম্পানিটি ইতোমধ্যে এই অর্থ পরিশোধের ব্যাপারে কোম্পানিটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে তাদের হিসাব বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গোয়েল আরো বলেন, কোম্পানিটি প্রতিদিন এক কোটি রুপি ট্যাক্স দিত। কিন্তু কিছু দিন ধরে এর ব্যত্যয় ঘটছে। তাই ব্যাংকের মাধ্যমে একটি চিঠি দিয়ে ২-৩ দিন আগে আমরা তাদের হিসাব বন্ধ করে দেই।
তিনি আরো বলেন, কোম্পানিরি অনাদায়ী কর মোট ৭০ কোটি রুপি হয়েছিল। যার মধ্যে প্রায় ৩০ কোটি রুপি বকেয়া রয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, কিংফিশার আর্থিক সঙ্কটে ভুগছে। ২০১১ সালের শেষ নয় মাসে প্রায় এক হাজার কোটি রুপি লোকসান গুনেছে তারা।
কিংফিশারকে ১৮ জন ব্যাংকার যার মধ্যে ১৪টি রাষ্ট্রীয় মালিকানাধীন এবং ৪টি বেসরকারি ব্যাংক মোট ৭ হাজার ৫৭ কোটি রুপি ঋণ দিয়েছে। কিন্তু বিমান পরিবহন কোম্পানিটি এর মধ্যে ক্ষতির সম্মুখীন হয়েছে ৬ হাজার কোটি রুপি।
এখন নতুন করে অর্থের যোগান না পেলে প্রতিষ্ঠানটির ব্যাবসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২