ঢাকা: আফগান মন্ত্রিসভা থেকে সব সদস্যকে প্রত্যাহার করে নিয়েছে ন্যাটো। কোরআন পোড়ানো নিয়ে চলমান বিক্ষোভের জেরে শনিবার কাবুলে দেশটির স্বারষ্ট্র মন্ত্রণালয়ে দুই ন্যাটো কর্মকর্তা নিহত হওয়ার পরপরই এ ঘোষণা দেওয়া হলো।
এ বিষয়ে ন্যাটো বলছে, নিহত ওই দুই কর্মকর্তা মার্কিন নাগরিক। তাদের একজন কর্নেল এবং অন্যজন মেজর পদমর্যাদার। তাদের হত্যার বিষয়ে এখনো কাউকে চিহ্নিত করা যায়নি বলেও জানানো হয়।
এই হামলাকে ন্যাটো কমান্ডার জন অ্যালেন কাপুরুষোচিত বলেও মন্তব্য করেন।
জানা গেছে, হামলার সময় মন্ত্রণালয় ভবনে মোট আটটি গুলির শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, হামলাকারী আফগান পুলিশেরই কোনো সদস্য। তবে এখন পর্যন্ত তাকে চিহ্নিত করা যায়নি।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২