ঢাকা: পাকিস্তান সরকার সাবেক আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের লুকিয়ে থাকা অ্যাবোটাবাদের সেই বাড়ি ধ্বংস করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ।
গত বছর মে মাসে এই বাড়িতেই মার্কিন নৌ কমান্ডোদের অভিযানে বিন লাদেনকে হত্যা করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেল থেকেই পাকিস্তানি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলডোজার দিয়ে বাড়িটির বাইরের দিকে দেয়াল ভাঙ্গা শুরু করে। সন্ধ্যার পরও ফ্লাড লাইট জ্বালিয়ে বাড়িটি ভাঙ্গার কাজ অব্যাহত রাখা হয়। এখনো বাড়িটি ভাঙ্গার কাজ চলছে।
বিন লাদেনের স্মৃতিবিজরীত ওই বাড়িটি এতদিন পাকিস্তান সরকারের কাছে দুঃসহ স্মৃতি হিসেবেই ছিলো। যা বহিঃবিশ্বে দেশটির ভাবমুর্তি ক্ষুন্ন করছিলো বলে মনে করে দেশটির সরকার।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২৫, ২০১২