ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দক্ষিণ মেরুতে ব্রাজিলের গবেষণাগারে আগুন, ২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৮, ফেব্রুয়ারি ২৬, ২০১২
দক্ষিণ মেরুতে ব্রাজিলের গবেষণাগারে আগুন, ২ জনের প্রাণহানি

ঢাকা: দক্ষিণ মেরুতে ব্রাজিলের একটি সমুদ্র গবেষণা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ব্রাজিলের নৌবাহিনী রোববার জানিয়েছে, তারা তাদের দুই সহকর্মীর লাশ উদ্ধার করেছে।



কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ মেরু উপদ্বীপের একেবারে চূড়ার কাছে দ্য কমান্দানতে ফেরাস ঘাঁটিতে অবস্থিত গবেষণা স্টেশনে গত শনিবার বিস্ফোরণ ঘটে। এতে স্টেশনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামান্য আগুন থেকে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন তারা।

সমুদ্র গবেষণার কাজে ব্যবহৃত স্টেশনটিতে অবস্থানরত আরো একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী সেলসো আমোরিম উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কাজে নৌসেনা সদস্যদের সাহসীকতার ভূয়ষী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করেছেন। নায়কোচিত কাজ করেছেন তারা যদিও সেভাবে সফল হতে পারেননি। ’

তিনি জানিয়েছেন, গবেষণা স্টেশন থেকে সব বিজ্ঞানীকে সরিয়ে চিলির পুন্তো আরেনাসে নেওয়া হয়েছে। রোববারই তাদের দেশে ফেরানো হবে।

তবে নৌ বাহিনীর সদস্যরা এখনো দক্ষিণ মেরুতেই অবস্থান করছে। অবশ্য চিলির এদোয়ার্দো ফ্রেইতে অস্থায়ী আশ্রয় নিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মেশিন রুমে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত। এর পরই তাক্ষৎণিকভাবে আগুন পুরো স্টেশনে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, দক্ষিণ মেরুতে ব্রাজিলের এই সমুদ্র গবেষণা কেন্দ্রটি ১৯৪৮ সালে নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।