ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তর-পশ্চিম পাকিস্তানে মার্কিন ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫০, ফেব্রুয়ারি ২৬, ২০১২
উত্তর-পশ্চিম পাকিস্তানে মার্কিন ড্রোন ভূপাতিত

ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকায় একটি ড্রোন (মানব বিহীন বিমান) ভূপাতিত হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তা এবং স্থানীয়রা রোববার এই খবর নিশ্চিত করেছে।

ড্রোনটি যুক্তরাষ্ট্রের বলে ধারণা করা হচ্ছে।

দু’জন গোয়েন্দা কর্মকর্তা পাক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, চালক বিহীন বিমানটি গত শনিবার মির আলীর কাছে ভূপাতিত হয়। তালেবান ও আল কায়েদা জঙ্গিদের অভয়াশ্রয় হিসেবে পরিচিতি উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মির আলী।

কর্মকর্তারা আরো জানিয়েছেন, ভূমিতে আছড়ে পড়ার পর ড্রোনটিতে আগুন ধরে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি ভূপাতিত হয়ে থাকতে পারে।

গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছেন।

স্থানীয় অধিবাসী নাসির খান জানিয়েছেন, মাচি খেল এলাকায় তার বাড়ির ছাদ থেকে তিনি ড্রোনটি পুড়তে দেখেছেন। তার বাড়ি থেকে মাত্র ৫শ’ গজ দূরে ড্রোনটি পুড়ছিল।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।