ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ বাহিনী

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের রাজধানীতে প্রবেশ করেছে। দেশটির উত্তরদিকের একটি জেলা অবলনের আশেপাশে অবস্থান করছে সেনাদলটি।

এলাকাটি কিয়েভের সংসদ এবং শহরের কেন্দ্র থেকে মাত্র ৯ কিলোমিটার উত্তরে। স্থানীয় সময় সকাল দশটার কিছুক্ষণ আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রনালয় এক টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। মন্ত্রনালয়টি ইতোমধ্যে প্রতিরক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে।

এদিকে অনলাইনে কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে রুশ সেনাদলের অস্ত্রসজ্জিত বাহনগুলো অবলনের ফাঁকা রাস্তাগুলোতে ছড়িয়ে পড়ছে। সংবাদসংস্থা বিবিসি ইতোমধ্যে নিশ্চিত করেছে, ভিডিওতে দেখানো ফুটেজগুলো অবলন এলাকারই।

এছাড়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে মিলিটারি ইউনিফর্ম পরিহিতদের সঙ্গে সাধারণ নাগরিকদের সংঘর্ষ চলছে।  

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।