ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার অনুরোধ প্রত্যাখ্যান, ইউক্রেনে সেনা পাঠাবে না কাজাখস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
রাশিয়ার অনুরোধ প্রত্যাখ্যান, ইউক্রেনে সেনা পাঠাবে না কাজাখস্তান

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া।

এর মধ্যেই রাশিয়ার সঙ্গে এক হয়ে ইউক্রেনে সৈন্য পাঠাতে কাজাখস্তানের প্রতি অনুরোধ জানিয়েছিল দেশটি।

তবে রুশ সরকারের যুদ্ধে জড়ানোর অনুরোধ প্রত্যাখান করেছে কাজাখস্তান।

একইসঙ্গে রাশিয়া কর্তৃক ইউক্রেনের দুই অঞ্চল- দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেবে না বলেও জানিয়ে দিয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশ।

কাজাখস্তান রাশিয়ার ঐতিহ্যবাহী মিত্র। তাদের কাছ থেকে রাশিয়ার সাড়া না পাওয়াকে ‘আশ্চর্যজনক উন্নয়ন’ হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দুই দেশের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

সূত্র: এনবিসি নিউজ

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।