ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কো ছাড়ছেন ইউক্রেন দূতাবাসের কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
মস্কো ছাড়ছেন ইউক্রেন দূতাবাসের কর্মীরা মস্কোতে ইউক্রেন দূতাবাস

মস্কোতে নিযুক্ত ইউক্রেন দূতাবাসের কর্মীরা লাটভিয়ায় চলে যাচ্ছেন। লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনিস বেকেরিস রয়টার্সকে বলেন, ইউক্রেনের মস্কো দূতাবাসের কর্মীরা আবেদন করার সঙ্গে সঙ্গেই আমরা সম্মতি দিয়েছি। তাদের লাটভিয়ায় আসার প্রক্রিয়ায় আমরা সহায়তা করছি।

ইউক্রেনের দূতাবাসের কর্মীরা ইতোমধ্যে লাটভিয়ায় পৌঁছেছেন কিনা, নিরাপত্তাজনিত কারণে তা বলতে রাজি হননি লাটভিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র।

ইউক্রেনে তৃতীয় দিনের মতো রুশ সামরিক অভিযান চলছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে পথে দুই পক্ষের মধ্য তুমুল লড়াই অব্যাহত আছে। এই যুদ্ধে এখন পর্যন্ত এক লাখ ইউক্রেনীয় নাগরিক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। সংস্থাটি আশঙ্কা করছে, এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে ৫০ লাখ মানুষ ঘরছাড়া হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিটের মধ্যেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।