ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কিয়েভের দিকে যাচ্ছে ৪০ মাইল দীর্ঘ রুশ বহর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মার্চ ১, ২০২২
কিয়েভের দিকে যাচ্ছে ৪০ মাইল দীর্ঘ রুশ বহর রাশিয়ার সামরিক কনভয় ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে

সোমবারের শান্তি আলোচনায় কোনো বিষয়ে একমত হতে পারেনি রাশিয়া-ইউক্রেন। ফলে দেশটিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রুশ সেনাবাহিনী।

গতকাল শান্তি আলোচনার মধ্যেও হামলার খবর পাওয়া গেছে।  

সবেশে খবর হলো, রাশিয়ার একটি বিশাল সামরিক বহর ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে।  

স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, সামরিক বহরটি প্রায় ৪০ মাইল দীর্ঘ। স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজি এ ছবি প্রকাশ করেছে।

ছবিতে দেখা যাচ্ছে, স্থলবাহিনী এবং যুদ্ধ হেলিকপ্টার বেলারুশের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে, যেটি ইউক্রেন সীমান্ত থেকে ২০ মাইলের কম দূরত্বে।

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, রাশিয়ার সেনাবাহিনী রাজধানী কিয়েভের ওপর হামলা শুরু করেছে। সূত্র: বিবিসি, সিএনএন

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।