ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন সংকট

প্রসূতি হাসপাতালে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
প্রসূতি হাসপাতালে রুশ হামলায় শিশুসহ নিহত ৩ ছবি: এএফপি

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের দখল হয়ে যাওয়া শহর মারিওপোলের প্রসূতি ও শিশু হাসপাতালে রাশিয়ার বিমান হামলায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শহরের ডেপুটি মেয়র সার্গেই অরলভ জানিয়েছেন, বুধবার রুশ বাহিনী যে প্রসূতি ও শিশু হাসপাতালে বোমা হামলা চালিয়েছিল, সেখানে এক শিশুসহ তিনজন মারা গেছেন।

ওই হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গর্ভবতী নারীও ছিলেন।

সার্গেই অরলভ বলেন, আমি পুরোপুরি নিশ্চিত যে তারা এই হাসপাতালের বিষয়ে জানতো। শহরে এ নিয়ে তৃতীয় হাসপাতাল ধ্বংস করল তারা।

তিনি বলেন, আগের দিন ৩০০ শয্যা বিশিষ্ট একটি কোভিড হাসপাতাল ও রক্তের নমুনা সংগ্রহ কেন্দ্রে বোমাবর্ষণ করে রাশিয়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউক্রেনে অভিযান শুরু হওয়ার পর থেকে দেশটির স্বাস্থ্য সেবা কেন্দ্রে পৃথকভাবে অন্তত ১৮টি হামলা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।