ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

৩ বছরের শিশুর ছোড়া গুলিতে প্রাণ গেলো মায়ের!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, মার্চ ১৫, ২০২২
৩ বছরের শিশুর ছোড়া গুলিতে প্রাণ গেলো মায়ের!

যুক্তরাষ্ট্রের শিকাগোর মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহর ডলটনের একটি সুপারমার্কেটের পার্কিং লটে তিন বছরের এক শিশুর ছোড়া গুলিতে তার মা নিহত হয়েছেন।

সোমবার (১৪ মার্চ) শিকাগো পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে।

এর আগে, স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। খবর: এনডিটিভি

পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি একটি গাড়ির পেছনের সিটে বসে ছিল, সামনে তার বাবা-মা। প্রথমে শিশুটি গাড়ির ভেতরেই পিস্তল নিয়ে খেলছিল। এক পর্যায়ে সে ট্রিগারে চাপ দেয়। এতেই গুলি বের হয়ে তার মায়ের গায়ে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিভাবে বাবার পিস্তল তার হাতে এসেছে, এ বিষয়ে কিছু জানা যায়নি।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় শিশুটির বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে পারে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বছরে ৩৫০টির মতো এ ধরনের ঘটনা ঘটছে।  সচেতনতার অভাবে এ ধরনের ঘটনাগুলো সেখানে ঘটে থাকে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।