ওয়াশিংটন : সুপার টিউসডের লড়াইয়ে মিট রমনি ও রিক স্যান্টোরাম গুরুত্বপূর্ণ ওহাইয়ো অঙ্গরাজ্যে একে অপরের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে মুখোমুখি হয়েছেন।
প্রায় সবগুলো রাজ্যের ফলাফল মোটামুটি নিশ্চিত হয়ে গেলেও ওহাইয়ো ও আইডাহোর ফলাফল এখনও ঝুলে রয়েছে।
মিট রমনি ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ভারমন্টে সুস্পষ্ট ব্যবধানে অন্যদের পেছনে ফেলেছেন। অপর দিকে স্যান্টোরাম জয় নিশ্চিত করেছেন টেনেসি, ওকলাহোমা ও নর্থ ডাকোটায়।
এছাড়া অপর প্রার্থী নিউট গিংরিচ জর্জিয়ায় ইতোমধ্যেই বিজয়ী হয়েছেন। এছাড়া আইডাহোতে এখনও ভোট গণনা চলছে এবং আলাস্কায় এখনও ভোট হচ্ছে। আইডাহোতে এগিয়ে আছেন রমনি।
সুপার টিউসডের ফলাফলেই অনেকটা নির্ধারিত হয়ে যাবে আসলে কে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার বিরুদ্ধে লড়বেন।
নির্বাচনী লড়াইয়ে এখনও এগিয়ে থাকা ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর গত কয়েক সপ্তাহে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করলেও তার ঠিক লেজে পা দিয়ে এগিয়ে যাচ্ছেন পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরাম। তিনি ইতোমধ্যেই নিজেকে সত্যিকারের রক্ষণশীলতার ধ্বজাধারী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
সাউথ ক্যারোলিনায় জয়লাভের পর যদিও গিংরিচ আর কোনো রাজ্যে জিততে পারেননি, তবে ধারণা করা হচ্ছে নিজের রাজ্য জর্জিয়ায় জয়লাভের পর তিনি এখন লড়াইয়ে নব উদ্যমে ঝাঁপিয়ে পড়বে।
তবে নিজের লেজেগোবরে অবস্থার জন্য তিনি রিপাবলিকান পার্টির অভ্যন্তরে থাকা এলিটশ্রেণীকে দায়ী করার পাশাপাশি সংবাদমাধ্যমকেও এক হাত দেখিয়েছেন। তিনি দাবি করেন এই এলিট শ্রেণী এবং সংবাদমাধ্যম প্রার্থিতা থেকে তাকে সরাতে উঠেপড়ে লেগেছে।
গিংরিচ তার অন্য প্রতিদ্বন্দ্বীদের খরগোশ আখ্যা দিয়ে নিজেকে কচ্ছপ হিসেবেও অভিহিত করেন যে কিনা সবার শেষে বিজয়ের হাসি হাসে।
তবে টেক্সাসের কংগ্রেসম্যান রন পল দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছেন। তবে এজন্য তার উদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই দায়ী বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা। রিপাবলিকানদের রক্ষণশীলতার ভিড়ে তার এই উদারতাবাদ ও খোলা মন হালে পানি পাবে না তা অনেকটাই নিশ্চিত ছিল।
নিজের উপর্যুপরি পরাজয়ের পরও নর্থ ডাকোটায় অনুষ্ঠিত র্যালিতে তিনি অবশ্য কোনো নির্দেশনা দেননি লড়াইয়ে তিনি থাকবেন কি থাকবেন না।
তবে মঙ্গলবারের লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা জমে উঠেছে ওহাইয়োতে। এখানে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মিট রমনি ও রিক স্যান্টোরামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
একটি বিশেষ কারণে রিপাবলিকান প্রার্থীদের জন্য ওহাইয়ো গুরুত্বর্পূণ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ইতিহাসে কোনো রিপাবলিকান প্রার্থী ওহাইয়োতে না জিতে মূল নির্বাচনে জয়লাভ করতে পারেননি। ওহাইয়োতে যিনি হাসতে পারবেন তিনিই শেষ হাসি হাসতে পারবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
বাংলাদেশ সময় : ১০২০ ঘণ্টা, মার্চ ৭, ২০১২