ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ওহাইয়োতে সেয়ানে সেয়ানে রমনি স্যান্টোরাম

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, মার্চ ৭, ২০১২
ওহাইয়োতে সেয়ানে সেয়ানে রমনি স্যান্টোরাম

ওয়াশিংটন : ‍অবশেষে ওহাইয়োতে সুপার টিউসডের কঠিন হাড্ডাহাড্ডি লড়াই শেষ হলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোয়ন প্রত্যাশী দুই প্রধান প্রতিদ্বন্দ্বী মিট রমনি ও রিক স্যান্টোরাম গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে একে অপরের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন।



প্রায় সবগুলো রাজ্যের ফলাফল মোটামুটি নিশ্চিত হয়ে যাওয়ার পর ওহাইয়োতেও ও আইডাহোর ফলাফল ঝুলে ছিল। অবশেষে এই দুই রাজ্যেও ফলাফল পরিষ্কার হয়েছে।

ওহাইয়োতে ভোটগণনা শেষে মিট রমনি ৪ লাখ ৫২ হাজার ৫৭৫ ভোট পেয়ে মোট ভোটারের প্রায় ৩৮ শতাংশ সমর্থন লাভ করেছেন। এর মাধ্যমে তিনি ২৩ জন ডেলিগেটের সমর্থন নিজের ঝুলিতে ভরলেন। অপর দিকে তার ঠিক পেছনেই অবস্থান করছেন রিক স্যান্টোরাম, তিনি মিট রমনির থেকে মাত্র ১ শতাংশ ভোটে পিছিয়ে রয়েছেন।

তিনি শেষপর্যন্ত ৪ লাখ ৪০ হাজার ৬১৩ ভোট পেয়ে মোট ৩৭ শতাংশ ভোটারের সমর্থন লাভ করতে সক্ষম হলেন। এর মাধ্যমে তিনি মোট ১৭ জন ডেলিগেটের সমর্থন নিশ্চিত করলেন ওহাইয়ো থেকে।

এছাড়া অপর প্রার্থীদের মধ্যে নিউট গিংগ্রিচ পেয়েছেন ১৪.৬ শতাংশ ভোট এবং রন পল লাভ করেছেন ৯.৩ শতাংশ ভোটারের সমর্থন। তবে এই দুই প্রার্থী কোনো ডেলিগেটের সমর্থন নিশ্চিত করতে পারেননি।  

একটি বিশেষ কারণে রিপাবলিকান প্রার্থীদের জন্য ওহাইয়োকে গুরুত্বর্পূণ হিসেবে বিবেচনা করা হয়। ইতিহাস বলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোনো রিপাবলিকান প্রার্থী ওহাইয়োতে না জিতে মূল নির্বাচনে জয়লাভ করতে পারেননি।

ধারণা করা হয় ওহাইয়োতে যিনি হাসতে পারবেন তিনিই হাসবেন শেষ হাসি। কিন্তু ভোটের ফলাফলে দেখা গেলো মিট রমনি ও স্যান্টোরাম দু’জনেই ইচ্ছে করলে হাসতে পারেন।

এখন ভবিষ্যতই নির্ধারণ করবে শেষ হাসি আসলে কে হাসবে।

বাংলাদেশ সময় : ১২৩৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।