ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলম্বোর পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে দিল্লির আদলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, মার্চ ১৯, ২০১২
কলম্বোর পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে দিল্লির আদলে

ঢাকা : দিল্লির পরিবহন ব্যবস্থাকে অনুসরণ করতে যাচ্ছে অন্যান্য মেট্রোপলিটন শহর। সম্প্রতি দিল্লির পরিবহন ব্যবস্থা সম্বন্ধে আগ্রহী হয়ে উঠেছে শ্রীলঙ্কা।

   

শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী সুশীল প্রেমাজয়ান্থ বলেন, কলম্বোতে সিএনজি ভিত্তিক পরিবহন ব্যবস্থা চালু করতে তারা মডেল হিসেবে দিল্লির পরিবহন ব্যবস্থাকেই সামনে রেখেছেন। আগামী মাস থেকেই এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গত সপ্তাহে কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় এশীয় জ্বালানি সম্মেলনে মন্ত্রী এ ঘোষণা দেন। ‘ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস এসোসিয়েশন অব ইন্ডিয়া’ আয়োজিত এই সম্মেলনে এ অঞ্চলের জ্বালানি নিরাপত্তা, স্থিতিশীলতা এবং নিরবচ্ছিন্নতা সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে মন্ত্রী প্রেমাজয়ান্থ বলেন, সম্প্রতি দিল্লি সফরে গিয়ে তিনি সেখানকার বায়ু সেবন করে বিস্মিত হন। কয়েক বছর পূর্বে থেকে বর্তমানে দিল্লির বাতাসে তিনি অনেক ইতিবাচক পার্থক্য খুঁজে পেয়েছেন।

কলম্বোর স্থানীয় পরিবহন ব্যবস্থাকে দিল্লির আদলে গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, কলম্বোতে নিঃসরণের হার অনেক বেড়ে গেছে এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ সরকারের কাছে অগ্রাধিকারপ্রাপ্ত।
 
কলম্বোর রাস্তায় বর্তমানে প্রায় ৪০ লাখ বিভিন্ন ধরনের যানবাহন ও প্রায় ২০ লাখ মোটরসাইকেল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার বাস, আটোরিকশা এবং ব্যক্তিগত গাড়িকে সিএনজি ব্যবস্থার আওতায় আনার চিন্তা করছে।

বাংলাদেশ সময় : ১৫১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২

সম্পাদনা : জনি সাহা, নিউজরুম এডিটর এবং রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।