ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলি দূতাবাসের গাড়িতে হামলা: দিল্লিতে সাংবাদিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, মার্চ ৭, ২০১২
ইসরায়েলি দূতাবাসের গাড়িতে হামলা: দিল্লিতে সাংবাদিক গ্রেফতার

নয়াদিল্লি : ইসরায়েলি কূটনীতিকের গাড়িতে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে ভারতীয় পুলিশ দিল্লির এক সাংবাদিককে গ্রেফতার করেছে। গত ফেব্রুয়ারি মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলি এক কূটনীতিকের গাড়িতে বোমা হামলা চালানো হয়।

হামলায় প্রাণে বেচে গেলেও ওই কূটনীতিকের স্ত্রী গুরুতরভাবে আহত হন।

দিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভগত এ তথ্য জানিয়ে বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এক ফ্রিল্যান্স সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

গ্রেফতারকৃত সাংবাদিকের নাম সাইদ মোহাম্মদ কাজমি। তিনি একটি ইরানি প্রকাশনা প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন। বোমায় বিধ্যস্ত গাড়িটিতে বোমারোপণকারী ব্যক্তির সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে ধারণা করা হয়।

এ ঘটনায় আর কাউকে গ্রেফতার করা হবে কিনা জানতে চাইলে দিল্লির পুলিশ কমিশনার বিকে গুপ্তা বলেন, এ ব্যাপারে পরে জানানো হবে।

পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তির দিল্লির অদূরে অবস্থিত বাসস্থানে তল্লাশি চালায় বলে জানান তিনি।

গত ১৩ ফেব্রুয়ারি এক মোটরসাইকেল আরোহী ইসরায়েলি কূটনীতিকের স্ত্রীকে বহনকারী গাড়িতে বোমা রেখে দ্রুত স্থান ত্যাগ করার পরই গাড়িটি বিস্ফোরিত হয়। এতে কূটনীতিকের স্ত্রী ছাড়াও অপর তিনজন আহত হয়েছিল।

দিল্লিতে হামলার একই দিনে জর্জিয়ার রাজধানী তিবলিসিতেও ইসরায়েলি এক কূটনীতিকের গাড়ির নিচ থেকে একই ধরনের বোমা উদ্ধার করা হয়েছিল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার পেছনে ইরানকে দায়ী করলেও ইরান তার অভিযোগ প্রত্যাখ্যান করে একে নির্জলা মিথ্যা হিসেবে অভিহিত করে। অপর দিকে ভারতীয় কর্তৃপক্ষও জানায় তারা তদন্ত চলাকালীন কোনো মন্তব্য করবে না।

বাংলাদেশ সময় : ১৪০৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।