কাবুল : আফগানিস্তানে ছয় ব্রিটিশ সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে ব্রিটিশ কর্তৃপক্ষ এই সেনাদের নিখোঁজ হওয়ার খবর স্বীকার করেছিল।
ব্রিটিশ সেনাবাহিনীর ইয়র্কশায়ার রেজিমেন্টের ৩য় ব্যাটেলিয়ানের পাঁচ সেনা এবং ডিউক অব ল্যাঙ্কাস্টার রেজিমেন্টের এক সেনা একটি সাঁজোয়া যান নিয়ে মঙ্গলবার এক টহল অভিযানে অংশ নেয়। অভিযানের এক পর্যায়ে তাদের বহনকারী সাঁজোয়া যানটি বোমায় বিধ্বস্ত হয়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল বলে জানায় কর্তৃপক্ষ। তবে অবশেষে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে নিখোঁজ সেনারা নিহত হয়েছে।
সেনাদের পরিবারকে তাদের নিহত হওয়ার খবর জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
২০০১ সাল থেকে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে অংশগ্রহণকারী ব্রিটিশ সেনাদের নিহত হওয়ার সংখ্যা সর্বশেষ মৃত্যুর ঘটনাসহ দাঁড়িয়েছে ৪০৪ জনে।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ব্রিটিশ রয়েল এয়ারফোর্স রেজিমেন্টের এক সেনা আফগানিস্তানে সর্বশেষ নিহত হন। তিনিও হেলমান্দ প্রদেশে কর্মরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন।
বাংলাদেশ সময় : ১৬৩২ ঘণ্টা, মার্চ ৭, ২০১২