নিউইয়র্ক : দীর্ঘ ৮৫ দিন পর টেক্সাসের হিদালগো ডিটেনশন সেন্টার থেকে জামিনে মুক্তি পেলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মো. ফরহাদ হোসেন (৩৩)। নিউইয়র্ক প্রবাসী মিরসরাইবাসীদের দেওয়া ৭ হাজার ডলার বন্ডে ৫ মার্চ বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।
ইউএসএ ইমিগ্রেশন বিভাগের উদ্ধৃতি দিয়ে কম্যুনিটি লিডার কাজী নয়ন এ তথ্য জানান। তিনি বলেন, মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের পুত্র মো. ফরহাদ হোসেন উচ্চশিক্ষা গ্রহণের পরও কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে বিপুল অর্থ দালালকে দিয়ে স্বপ্নের দেশ আমেরিকায় আসেন।
ভারত, মেক্সিকো হয়ে গত বছরের ১২ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন বেআইনিভাবে। সে সময়ই গ্রেফতার হন ইমিগ্রেশনের হাতে। গত ৯ ফেব্রুয়ারি তাকে টেক্সাসের ইমিগ্রেশন কোর্টে হাজির করা হলে তিনি জামিনে মুক্তি চান। নিজ দেশে ফেরত পাঠালে তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা ব্যক্ত করেন।
মাননীয় জজ তাকে ৪০ হাজার ডলার বন্ডে জামিনের নির্দেশ দেন। এরপর তিনি ডিটেনশন সেন্টার থেকেই টেলিফোনে নিউইয়র্কে পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেন। অসহায় মো. ফরহাদ হোসেনের জন্যে এগিয়ে আসেন প্রবাসী মিরসরাইবাসী।
১ মার্চ তাকে পুনরায় ইমিগ্রেশন জজের সামনে হাজির করা হলে অনুনয়-বিনয়ের মাধ্যমে জামিনে বন্ডের পরিমাণ কমিয়ে ৭ হাজার ডলার করা হয়। নয়ন বলেন, কম্যুনিটির অনেকেই সহায়তা করেছেন। অর্ধেক অর্থ আমি দিয়েছি। এরপরই তার মুক্তি ঘটলো।
মো. ফরহাদ হোসেন অ্যাসাইলাম প্রার্থনা করেছেন। এটি মঞ্জুর হলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ ঘটবে তার।
বাংলাদেশ সময় : ১৮০১ ঘণ্টা, মার্চ ৭, ২০১২