ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আসাদ বিরোধীদের সরাসরি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, মার্চ ৭, ২০১২
আসাদ বিরোধীদের সরাসরি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ঢাকা: সিরিয়ার বিরোধী শিবিরকে সরাসরি মানবিক এবং যোগাযোগ সহায়তা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক ফরেন পলিসি সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।



ওবামা প্রাশাসনের একজন মুখপাত্রের বরাত দিয়ে বুধবার জানানো হয়েছে, জাতিসংঘের মাধ্যমে নয়, আসাদ সরকারকে হঠাতে বিরোধীদের প্রতি সমর্থন জোরালো করার লক্ষ্যেই সরাসরি সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চাচ্ছে বিরোধী শিবিরকে সরাসরি আসাদ সরকারের বিরুদ্ধে দাঁড় করাতে, যা দেশটির সিরিয়া পলিসিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

ওই কর্মকর্তা আরো জানান, যুক্তরাষ্ট্রে বৈদেশিক নীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে সিরিয়াতে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) আরোপ বা বিদ্রোহী সেনা সদস্যদের সহায়তা প্রদান এই পরিকল্পনার অন্তর্ভূক্ত নয়। এটি গত মঙ্গলবার সিরিয়া বিষয়ে প্রেসিডেন্ট ওবামার বক্তব্যেরই প্রতিধ্বনী, যেখানে তিনি আসাদ সরকারের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানকে বড় ভুল হবে বলে মন্তব্য করেছেন।

তিনি আরো জানান, সিরিয়ার বিরোধী শিবিরকে সহায়তা দেওয়ার এই পরিকল্পনার সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সহায়তা সংস্থা ইউএসএইড সরাসরি জড়িত। তবে সিরিয়ার সরকারি বাহিনী যদি অবরুদ্ধ এলাকাগুলোতে এই মানবিক সহায়তা নিয়ে প্রবেশ করতে না দেয় তাহলে সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে।

এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান ভ্যালরি আমোস অবরুদ্ধ এলাকাগুলোতে ত্রাণ সহায়তা সংস্থাকে প্রবেশ করতে দেওয়ার অনুরোধ নিয়ে বুধবার সিরিয়া পৌঁছেছেন। দামেস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে হোমসে সাহায্য সংস্থাগুলোকে প্রবেশ করতে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

তবে তারপরও সিরিয়া কর্তৃপক্ষ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অজুহাতে হোমসের বাব আমর এলাকায় রেডক্রস সদস্যদের ঢুকতে দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানা গেছে।

এ পরিস্থিতিতে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে জাতিসংঘ ও আরব লীগের একটি প্রতিনিধি দল খুব শিগগির সিরিয়ায় যাওয়ার কথা।

এদিকে গত মঙ্গলবারও হোমস শহরে বিরোধীদের অবস্থানে রাতভর ট্যাংক হামলা চালিয়েছে সরকারি বাহিনী। সশস্ত্র গ্রুপ বাব আমরে ছুরিকাঘাত করে ৭ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয় বিরোধী নেতারা।

উল্লেখ্য, গত সপ্তাহে সরকারি বাহিনীর নির্বিচার হামলা ও বর্তমান অবরুদ্ধ হোমস শহরে মানবিক সাহায্য নিয়ে যাওয়া রেডক্রসের আন্তর্জাতিক দলকে প্রবেশ করতে দিতে অস্বীকার জানিয়েছে আসাদ সরকার।

গত ১২ মাসে দেশটিতে চলমান আসাদ বিরোধী আন্দোলনে কমপক্ষে সাড়ে ৭ হাজার মানুষ মারা গেছে বলে জাতিসংঘের হিসাবে বলা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।