ঢাকা: প্রতি বছর বেড়াতে আসা পর্যটকদেরই বরফাচ্ছাদিত আদিম ও অক্ষত দক্ষিণ মেরুর পরিবেশের জন্য সবচে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, ভিনগ্রহ থেকে নয় বরং মানুষের পকেটে বা ব্যাগে করে বয়ে আসা অনুপ্রবেশকারী প্রাণী বা উদ্ভিদই এই মহাদেশের জন্য বড় হুমকি হয়ে দেখা দিতে পারে।
তাদের আশঙ্কা, পর্যটক বা বিজ্ঞানীদের সঙ্গে অজান্তে বয়ে আসা বীজ এবং চারা বহিরাগত উদ্ভিদ প্রজাতি হিসেবে এখানকার পরিবেশে অনুপ্রবেশ করতে পারে। যার ফলে এখানকার আদিম গাছপালার অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে আর বিদ্যমান বাস্তুতন্ত্রের সুন্দর ভারসাম্যও নষ্ট করে ফেলতে পারে।
প্রোসিডিং অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বিজ্ঞানীরা বলেছেন, দক্ষিণ মেরুর পরিবেশ সংরক্ষণের পথে সবচে বড় হুমকি হতে পারে এই বহিরাগত উদ্ভিদ প্রজাতির অনুপ্রবেশ।
উল্লেখ্য, দিক্ষণমেরু মহাদেশ পরিদর্শনের জন্য প্রতি বছর পর্যটক যান ৩৩ হাজার আর বিজ্ঞানী যান সাত হাজার বা তারো বেশি।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১২