ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে গাড়িবোমা ও আত্মঘাতী হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, মার্চ ৭, ২০১২
ইরাকে গাড়িবোমা ও আত্মঘাতী হামলায় নিহত ১২

ঢাকা: ইরাকে গাড়িবোমা ও আত্মঘাতী হামলায় কমপক্ষে ১২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। বুধবার দেশটির উত্তরাঞ্চলের সবচেয়ে গোলযোগপূর্ণ শহর মসুলের পশ্চিমে তাল আফার শহরে এ হামলার ঘটনা ঘটে।



তাল আফার কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের কেন্দ্রে একটি রেস্টুরেন্টের সামনে রাস্তার পাশে পার্ক করে রাখা একটি গাড়ি বিস্ফোরিত হয়। এর মিনিট খানেক পরেই একজন আত্মঘাতী হামলাকারী ভিড়ের মধ্যে বোমার বিস্ফোরণ ঘটায়।
 
উল্লেখ্য, তাল আফার শহরটি সিরিয়া সীমান্তের কাছাকাছি। রাজধানী বাগদাদ থেকে প্রায় ৪২০ কিলোমিটার উত্তরে শহরটি অবস্থিত।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।