ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পুলিশকে ‘বেরসিক’ বললেন বোম্বে হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, মার্চ ৯, ২০১২
পুলিশকে ‘বেরসিক’ বললেন বোম্বে হাইকোর্ট

ঢাকা: বলিউডের চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্তের বিরুদ্ধে মামলা করায় পুলিশকেই উল্টো ‘বেরসিক’ ও ‘অতি উৎসাহী’ বলে মন্তব্য করেছেন বোম্বে হাইকোর্ট।

বারসোবা পুলিশ সঞ্জয়ের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা করেছিল।

গত বুধবার সে মামলায় তাকে আগাম জামিন দিয়ে পুলিশের ব্যাপারে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ‘পুলিশ রসবোধও হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন আদালত।

পুলিশের অভিযোগ, সঞ্জয় তার শিগগির মুক্তি পেতে যাওয়া ‘শুটআউট অ্যাট ওয়াদালা’ সিনেমার প্রচারণার জন্য মুম্বাই পুলিশ কমিশনারের নামে একটি চিঠি জাল করে সাংবাদিকদের আমন্ত্রণপত্র দিয়েছেন।

গত সোমবার দায়রা আদালত জামিন আবেদন নাকচ করলে হাইকোর্টে যান সঞ্জয়।

বিচারপতি এভি নিরগুদ বলেছেন, পুলিশ বিবাদির বিরুদ্ধে অভিযোগ প্রমাণের মতো প্রাথমিক প্রমাণাদি হাজির করতে ব্যর্থ হয়েছে। তাই সঞ্জয়কে আগাম জামিন দেওয়া যায়।

তবে সঞ্জয় গুপ্তকে ১০ হাজার রুপির বিনিময়ে জামিন দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই পুলিশ কমিশনারের কাছে ক্ষমা চেয়ে চিঠি দেওয়ারও শর্ত দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।