ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বহুতল হোটেলে আগুন, একজনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, মার্চ ৯, ২০১২
থাইল্যান্ডে বহুতল হোটেলে আগুন, একজনের প্রাণহানি

ঢাকা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বহুতল হোটেল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে থাই সংবাদমাধ্যম।



গত বৃহস্পতিবার দিবাগত রাতে ব্যাংককের গ্র্যান্ড পার্ক এভিনিউ হোটেলের ১৫ তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানায় কর্তৃপক্ষ।

এসময় ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক নারী পর্যটক প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে।

কর্তৃপক্ষ আগুন লাগার কারণ অনুসন্ধান করছেন। অগ্নিকাণ্ডের সময় ভবনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকারীরা ক্রেন ব্যবহার করে ভবনটি থেকে আটকা পড়া লোকজনকে নামিয়ে এনেছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।