ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় ফের সরকারি বাহিনীর হামলায় ৩১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৫, মার্চ ৯, ২০১২
সিরিয়ায় ফের সরকারি বাহিনীর হামলায় ৩১ জন নিহত

ঢাকা: জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের সফরের একদিন পরই শুক্রবার সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে।

হোমস প্রদেশে বিরোধীদের নিয়ন্ত্রিত কার্ম আল-জাইতুন ও আশেপাশে জেলাগুলোতে ট্যাংক হামলায় ৯ জন ও রাজধানী দামেস্ক এবং হামা, ইদলিব ও আলিপো প্রদেশে আরো ১২ জন নিহত হয়েছে বলে দাবি করেছে বিরোধীদের স্থানীয় সমন্বয় কমিটি।



কামাল আল-জাইতুন শহরের বাসিন্দা কারাম আবু রাবেয়া জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে কমপক্ষে ৩০টি ট্যাংক শহরে প্রবেশ করে বাড়িঘরের উপর গোলাবর্ষন করে।

ইউ টিউবের একটি ফুটেজে দেখা গেছে সিরিয়ার উত্তর-পূর্বের শহরগুলোতে কয়েক হাজার কুর্দ আন্দোলনকারীকে সিরিয়ার জনগণকে বাঁচাও লেখা ব্যানার মিছিল করতে দেখা গেছে। আরেকটি ভিডিও ক্লিপে দেখা যায় দামেস্কের আসালি জেলায় প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাবা হাফেজ আল-আসাদের বিরুদ্ধে কয়েকশ বিক্ষোভকারীকে স্লোগান দিতে।

এদিকে বৃহস্পতিবারই জাতিসংঘ ও আরব লিগের শান্তি দূত কফি আনানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সিরিয়ি বিদ্রোহীরা। তারা কুটনৈতিক পর্যায়ে শান্তি প্রস্তাব দিয়ে কফি আনান বাসার আল আসাদ সরকারের নির্যাতন ও রক্তপাতকে অবজ্ঞা করেছেন বলে মন্তব্য করেছে তারা। তবে চীন ও রাশিয়া কফি আনানের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।