ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লাদেনের স্ত্রীদের মুক্তি না দিলে তালেবানদের হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৮, মার্চ ১০, ২০১২
লাদেনের স্ত্রীদের মুক্তি না দিলে তালেবানদের হামলার হুমকি

ঢাকা : পাকিস্তান সরকারের কাছে আটক সাবেক আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের তিন স্ত্রীকে মুক্তি না দিলে সরকারি, পুলিশ ও সেনা কর্মকর্তাদের উপর হামলার হুমকি দিয়েছে তালেবানরা।

শুক্রবার একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে পাঠানো এক বার্তায় পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান এ কথা জানায়।



পাঠানো বার্তায় তালেবানদের পক্ষে বলা হয় যে, যদি অনতিবিলম্বে ওসামা বিন লাদেনের স্ত্রীদের মুক্তি না দেয়া হয়, তবে তারা ওই মামলার সাথে জড়িত বিচারক, আইনজীবী, এবং নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালাবে। তারা দেশজুড়ে নিরাপত্তা কর্মকর্তা এবং সরকারি কর্মচারীদের উপরো আঘাত হানতে আত্মঘাতী হামলাকারীদের ব্যবহার করবে বলেও জানায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক অবৈধ অনুপ্রবেশের দায়ে বিন লাদেনের তিন স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছে বলে জানান। তবে ঠিক কোন আদালতে তাদের বিচার চলছে বা অভিযোগ প্রমাণিত হলে ঠিক কি ধরনের শাস্তি হতে পারে এ বিষয়ে তিনি কিছু বলেন নি।

গত বছর ১ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নৌ সেনাদের হাতে বিন লাদেন মারা যান।

বাংলাদেশ সময় : ০০৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।